মানিকগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জের দুই উপজেলার পদ্মা ও যমুনা নদী থেকে ৫৭ জেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বাড়ি রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে শিবালয় উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় ৪৩ জেলেকে আটক করা হয়।
এছাড়া দৌলতপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
বিএসকে/এসআই