ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যশোরে স্কুলছাত্রী ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৩, অক্টোবর ২৪, ২০১৬
যশোরে স্কুলছাত্রী ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, গ্রেফতার ৩

যশোর : যশোর সদর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।

 

যাদের গ্রেফতার করা হয়েছে- অভিযুক্ত মুরাদের মা নূরজাহান, রাসেল ও ইসরাফিল।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মূল আসামি মুরাদকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে প্রতিবেশি মুরাদ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। সেই সময় মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করা হয়। পরে ওই ভিডিও চিত্র ইসরাফিল ও ফাতেমা নামে দুই জনের সহযোগিতায় ইন্টারনেটে ছড়িয়ে দেয় মুরাদ। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বৈঠক করা হয়। কিন্তু ধর্ষণের শিকার পরিবার বিচার না পেয়ে রোববার সন্ধ্যায় থানায় মামলা করে।  

মামলায় কয়েকজন গ্রাম্য মাতব্বরকেও আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।