ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে শীর্ষ সন্ত্র‍াসী দ্বীপক গ্রেফতার, ৩ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৭, অক্টোবর ২৪, ২০১৬
হবিগঞ্জে শীর্ষ সন্ত্র‍াসী দ্বীপক গ্রেফতার, ৩ পুলিশ আহত

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের শীর্ষ সন্ত্রসী দ্বীপক ওরফে জয় সরকারকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দ্বীপকের সহযোগীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শহরের যশেরআব্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দ্বীপক শহরের যশেরআব্দার এলাকার বাবুল সরকারের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলানিউজকে জানান, দ্বীপক হবিগঞ্জে ছিনতাই, অপহরণ, ডাকাতি, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ডজনখানেক মামলার আসামি। তার বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন থানায় প্রায় ডজনকানেক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।  

এদিকে দ্বীপককে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। এতে সদর থানা পুলিশের ২ এসআই মিজানুর রহমান (৩০) ও সুমন চন্দ্র হাজরা (২৯) এবং এএসআই আক্তার হোসেন (৩৬) আহত হন।  

তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।