দিনাজপুর: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাব বানু (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার চাম্পাতলি এলাকায় বাসের নিচে চাপা পড়ে জয়নাব বানু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনটি