রংপুর: সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স না নিয়ে এবং পণ্যের গুণগত মান যাচাই না করেই খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে মেসার্স ফুজি মিল্কভিটা আইসক্রিমকে ৩০ হাজার এবং মেসার্স আপন ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর আলমনগর এলাকায় স্টেশন রোডে যৌথভাবে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও রংপুর সিটি করপোরেশন।
অভিযানে উপস্থিত ছিলেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. গোলাম কিবরিয়া, বিএসটিআই রংপুর অফিসের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এটি