ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার আসামি মো. সারোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১৪।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর কাঁচারিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারাকান্দা থানার ২০১৪ সালের ১৫ জুলাই দায়ের করা ১৪ নম্বর হত্যা মামলার এজাহারভুক্ত এ আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন এ অভিযানের নেতৃত্ব দেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমএএএম/জিপি/এসএনএস