ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, অক্টোবর ২৩, ২০১৬
ময়মনসিংহে হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার আসামি মো. সারোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে নগরীর কাঁচারিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিন সন্ধ্যায় র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তারাকান্দা থানার ২০১৪ সালের ১৫ জুলাই দায়ের করা ১৪ নম্বর হত্যা মামলার এজাহারভুক্ত এ আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন এ অভিযানের নেতৃত্ব দেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমএএএম/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।