ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, অক্টোবর ২৩, ২০১৬
প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): মা‌নিকগঞ্জের সাটু‌রিয়ায় বা‌লিয়া‌টি ইউনিয়নের মু‌ন্সীরচর দ‌ক্ষিণপাড়া গ্রামে বিয়ের দা‌বি নিয়ে প্রে‌মিকের বা‌ড়িতে অনশন করছেন তানিশা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী।
 
শ‌নিবার (২২ অক্টোবর) রাত থেকে বিয়ের দা‌বি নিয়ে প্রে‌মিকের বা‌ড়িতে অবস্থান করছেন তা‌নিশা।

প্রে‌মিকার অবস্থানে ও বিয়ে করার ভয়ে বা‌ড়ি ছেড়ে পা‌লিয়ে গেছেন প্রেমি‌ক রাকিবুল হাসান টিটু (৩০) ও তার বাবা মা।

‌তানিশা মা‌নিকগঞ্জ সদর উপ‌জেলার বারাইর চর গ্রামের আব্দুল রহমানের মেয়ে ও সিংগাইর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।

রোববার (২৩ অক্টোবর) দুপু‌র ১টায় মু‌ন্সীচর গ্রামে গিয়ে দেখা যায়, ‌প্রে‌মিকের বা‌ড়ির বারান্দায় বিয়ের দা‌বি নিয়ে অবস্থান করছেন তানিশা।
‌বিয়ের দাবিতে অনশন করা তা‌নিশা ইসলাম বাংলা‌নিউজকে জানান, দেড় বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে রা‌কিবুলের সঙ্গে তার প‌রিচয় হয়। এরপর থেকে তারা প্রেম করতে থাকেন। রা‌কিবুল তাকে বিয়ে করার কথা বলে অন্যরকম সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে না করায় সে বিয়ের দাবি‌ নিয়ে রা‌কিবুলের বা‌ড়িতে অনশন করছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।