ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে ৩৮ জেলের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, অক্টোবর ২৩, ২০১৬
মানিকগঞ্জে ৩৮ জেলের জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের তিন উপজেলায় অভিযান চালিয়ে ইলিশ শিকারের দায়ে ৩৮ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে পৃথক অভিযান চালিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তারা এ জরিমানা করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার রাতভর উপজেলার পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালানো হয়। এসময় ইলিশ মাছ ধারার দায়ে ২৮ জেলেকে ‍আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউর রহমান প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ‍অক্টোবর ২৩, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।