ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, অক্টোবর ২৩, ২০১৬
ময়মনসিংহে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকার পলাশ ডায়াগনস্টিক সেন্টার ও রেজা ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে বলেন, মাইক্রোস্কোপ ছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, ল্যাব টেকনোলজিস্ট না থাকা, মেয়াদহীন ওষুধ ফ্রিজে রাখা, লাইসেন্স নবায়ন না থাকা, চিকিৎসকদের স্বাক্ষর জাল করে পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।