আশুলিয়া (সাভার): আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় লেগুনা চাপায় ফারদিন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফারদিন গোহাইলবাড়ি এলাকার আতিকুর রহমানের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, সে বিকেলে জিরানী আমতলা আঞ্চলিক সড়ক পার হচ্ছিল। এ সময় একটি লেগুনা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/আইএ