নোয়াখালী: চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও নোয়াখালী পৌরসভার এক কাউন্সিলর নুর নবী সোহাগকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে পৌরসভার ফকিরপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০০৫ সালে দায়েরকৃত চেক জালিয়াতি মামলায় ২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকার ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সোহাগের বিরুদ্ধে দণ্ডাদেশ দেন। ওই সময় আদালত তার বিরুদ্ধে তিন মাসের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। আদেশকালে সোহাগ পলাতক ছিলেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানার আলোকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনটি/পিসি