কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে রুবেল হত্যা মামলার মূল আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন কুশিয়ারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কে এম সাইদুজ্জামান বাংলানিউজকে জানান, গত ১০ সেপ্টেম্বর রুবেল নামে এক যুবক খুন হন। এরপর রুবেলের মা আলমগীরসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। বিকেলে কুশিয়ারবাগ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিন্নৎ আলী বাংলানিউজকে বলেন, আলমগীরকে সোমবার (২৪ অক্টোবর) আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনটি/পিসি