ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরের কর কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, অক্টোবর ২৩, ২০১৬
রংপুরের কর কমিশনারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ঢাকা: লক্ষ্যমাত্র অনুযায়ী কর আদায় না হওয়া, কর্মকর্তাদের বদলি বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে রংপুর কর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়ের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রোববার (২৩ অক্টোবর) দুদক সূত্র জানায়, সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ক্ষমতার অপব্যবহার করে অনিমেষ রায় ওই এলাকার করদাতাদের কাছে থেকে কম কর আদায় করেছেন- এমন অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগও রয়েছে।

একই সঙ্গে একজন অনুসন্ধান কর্মকর্তা ও একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
টিএইচ/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।