ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রায়পুরে জামায়াত নেতাসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, অক্টোবর ২৩, ২০১৬
রায়পুরে জামায়াত নেতাসহ আটক ৭

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. কামাল উদ্দিনসহ সাত জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রায়পুর পৌর এলাকার নতুন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জামায়াত নেতা কামাল উদ্দিন পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের গাজীনগর এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে, মাসুদুর রহমান বাবু, মো. শাহাজাহান, জহিরুল ইসলাম, মো. হারুন, শাহাজান ও নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন জামায়াত-শিবিরের শতাধিক নেতাকর্মী নিয়ে পৌরসভার নতুন বাজারে (পূর্বাচল এলাকা) লিয়াকত আলীর ভূঁইয়ার বাড়ি দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিলে বাড়ির মালিক লিয়াকত আলী ভূঁইয়াসহ চারজনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত নেতা কামাল উদ্দিনসহ সাত জনকে আটক করে।

আহতরা হলেন- লিয়াকত আলী ভূঁইয়া, মো. ফয়েজ, মাসুদুর রহমান ও কালু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।