ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাঘা সীমান্তে গরুসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, অক্টোবর ২৩, ২০১৬
বাঘা সীমান্তে গরুসহ আটক ৪

রাজশাহী: রাজশাহীর বাঘা নারায়ণপুর সীমান্ত এলাকা থেকে সাতটি ভারতীয় গরুসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি-১ ব্যাটালিয়নের সদস্যরা।

 

রোববার (২৩ অক্টোবর) সকালে ওই সীমান্ত এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিদ্দিক আলী, জালাল উদ্দিন, উজ্জ্বল হোসেন ও রিয়জুল।

বিজিবি-১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার শাহজান আলী বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাঘা সীমান্তের নারায়ণপুর পদ্মা নদী দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরুগুলো আনা হচ্ছিল। এ সময় ওই চারজনের কাছ থেকে অবৈধভাবে ভারত থেকে আনা সাতটি গরু জব্দ করা হয়। আটক গরুগুলোর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ব্যাপারে দুপুরে বাঘা থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান কমান্ডার সুবেদার শাহজান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।