সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে হরিণের চামড়াসহ ইউনুস গাজী ও আলমগীর গাজী নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ইউনুস গাজী উপজেলার বংশীপুর গ্রামের মৃত আহাদ গাজীর ছেলে ও আলমগীর গাজী একই গ্রামের মেহের চাঁদ গাজীর ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজীর বাড়ি থেকে হরিণের চামড়াসহ তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/পিসি