রাঙামাটি: রাঙামাটিতে পাঁচটি তক্ষকসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- আব্দুর রশিদ (৫০) এবং লাল চান মুহাম্মদ (৩০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাঁচটি তক্ষকসহ দুই জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনটি/পিসি