শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় পদ্মায় ইলিশ ধরার দায়ে ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার পালের চরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিয়া জিন্নাত এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রবিউল, বিল্লাল, লোকমান, আলমগীর, দিদার, লিটন, সোলেমান, রুবেল, হাবিব, সজিব, বাবুল, এনায়েত, রুবেল, তাজেল, সোহরাওয়ার্দী বেপারী, রুবেল, সুমন, আবু তাহের, সুরুজ মিয়া, বাহার, সাদ্দাম, আলী আজগর, সেলিম, মজিবর, আলী আহমেদ, সুজন, চুন্নু ও উজ্জ্বল।
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, র্যাব-৮, জাজিরা উপজেলা মৎস্য অফিস ও জাজিরা উপজেলা প্রশাসন রোববার সকাল থেকে যৌথভাবে অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করে। পরে তাদের ২০ দিন থেকে সর্বোচ্চ ১ মাস করে কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/পিসি