ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘আমি যথাযথভাবে দায়িত্ব পালন করেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, অক্টোবর ২৩, ২০১৬
‘আমি যথাযথভাবে দায়িত্ব পালন করেছি’

ঢাকা: নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ৩৫ বছর ধরে আমাকে নির্বাচিত করেছেন, বারবার আমাকে দলের দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করেছি দলকে সুসংগঠিত করতে।

আমি যথাযথভাবে দায়িত্ব পালন করেছি।

রোববার (২৩ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি।

তিনি আরও বলেন, কারও পক্ষে আজীবন সভানেত্রী থাকা সম্ভব না। দীর্ঘ সময় দলের দায়িত্ব পালন করতে গিয়ে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আওয়ামী লীগ নেতা-কর্মীরা, আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন- সে সম্ম‍ান থাকতে থাকতে আমার বিদায় নেওয়া দরকার, তবে আমি আওয়ামী লীগে থাকবো।

‘আমি চাই, আমি জীবিত থাকতে আপনারা নতুন নেতা নির্বাচিত করুন’।

বাংলার মানুষের জন্য যেভাবে বাবা-মা-ভাইয়েরা জীবন দিয়ে গেছেন, আমিও বাংলার মানুষের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি, যোগ করেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমইউএম/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।