ঢাকা: রাজধানীর তেজগাঁও-ফার্মগেট এলাকার কনকর্ড টাওয়ারের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী পথচারী নিহত হয়েছেন।
রোববার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় রাস্তা পার হওয়ার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) কলিন্দ্র নাথ গোলজার বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের আনুমানিক বয়স ৫০ বছর। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এজেডএস/টিআই