ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নার্গিস হত্যাচেষ্টা মামলায় বদরুলকে আদালতে হাজির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, অক্টোবর ২৩, ২০১৬
নার্গিস হত্যাচেষ্টা মামলায় বদরুলকে আদালতে হাজির

সিলেট: সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় আসামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সারবন তহুরার আদালতে তাকে হাজির করা হয়।

হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বাংলানিউজকে বলেন, নার্গিস হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র প্রস্তুত। এখন অভিযোগপত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সপ্তাহের মধ্যেই অভিযোগপত্র আদালতে দাখিল করা হতে পারে বলেও জানান তিনি।

গত ০৫ অক্টোবর একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নার্গিসের হত্যাচেষ্টার কথা স্বীকার করেন বদরুল।

এর আগে, সোমবার (০৩ অক্টোবর) পরীক্ষা দিতে সিলেটের এমসি কলেজে যান সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী নার্গিস। পরীক্ষা শেষে ফেরার সময় এমসি কলেজের পুকুরপাড়ে নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেন বদরুল আলম।

রক্তাক্ত অবস্থায় নার্গিসকে স্থানীয়রা দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নার্গিস এখন চিকিৎসাধীন।

এ ঘটনায় নার্গিসের চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনইউ/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।