ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় দুলাল শাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে উমেদপুর ইউনিয়নের বারইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, দুলাল শাহ ভ্যানে শৈলকুপা থেকে গাড়াগঞ্জে যাচ্ছিলেন। পথে বারইপাড়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে দুলাল শাহ রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/পিসি