ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখায় ই-ফাইলিং (ইলেকট্রনিক পদ্ধতিতে রিটার্ন দাখিল) দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
তিনি বলেন, জনগণকে দ্রুত ও সহজে সেবা দেওয়ার জন্য ই-ফাইলিং যাতে দ্রুত হয়, কোনো পেন্ডিং যেনো না থাকে এ বিষয়ে কাজ করতে হবে।
রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক স্টাফ সভায় তিনি এমন নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ আহমেদ খান প্রমুখ।
প্রায় দু’মাস আগে জেলা প্রশাসনের এলএ শাখা, নেজারত শাখাসহ ১২ থেকে ১৫টি শাখায় ই-ফাইলিং চালু করা হয়। এসব শাখায় নথি যেনো দ্রুত নিষ্পত্তি হয় এসব বিষয়েই নির্দেশনা দেন জেলা প্রশাসক (ডিসি)।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমএএএম/জিপি/এসএনএস