রাঙামাটি: রাঙামাটিতে মো. ইব্রাহিম (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, পুলিশ অনেকদিন থেকেই ইব্রাহিমকে খুঁজছিল। তার বিরুদ্ধে কাপ্তাই থানায় দু’টি অস্ত্র মামলা রয়েছে। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় ঘোরাঘুরি করার সময় তাকে আটক করা হয়। পরে থানায় জিজ্ঞাসাবাদে সে নিজেকে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/পিসি