দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলার মারগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত রাবেয়া খাতুনের (৫০) মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার বাংলানিউজকে জানান, রাবেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্ততি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এনটি/টিআই