নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার অব্যাহতি প্রাপ্ত অভিযুক্ত সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আশিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আশিকের বিরুদ্ধে হেফাজত ইসলামের আন্দোলনের সময় ভাঙচুর, বিএনপির জ্বালাও-পোড়াও এবং মারামারিসহ সাত মামলায় ওয়ারেন্ট ছিলো।
রোববার (২৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, আনোয়ার হোসেন আশিক হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ভাঙচুর, বিএনপির জ্বালাও পোড়াও এবং বিভিন্ন মারামারিসহ সাত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।
এছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও ১৫ থেকে ২০টির মতো মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
জিপি/আরআই