রাজশাহী: প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে মহানগরীতে মিছিল-সামাবেশ করে এ দাবি জানানো হয়।
সমাবেশ থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ১৯৯৬ সালে সাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশের প্রাপ্যতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিতেরও অগ্রগতি কামনা করা হয়।
বক্তারা বলেন, প্রস্তাবিত গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ভারতীয় প্রতিনিধি দলের প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শনের জন্য আসার প্রস্তুতি নিয়েছেন। প্রতিনিধি দলকে স্বাগত জানাতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ মিছিল ও সমাবেশ আয়োজন করে।
সামাবেশে বক্তারা গঙ্গা ব্যারেজের উপকারিতাও তুলে ধরেন। তারা বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করছে।
২০২২ সালের জুন পর্যন্ত এ প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে। বক্তারা নির্ধারিত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য জোর দাবি জানান।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নারী নেত্রী কল্পনা রায়, জেলা লোকমোর্চার সভাপতি আলাউদ্দিন আল আজাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসএস/এএটি/বিএস