নাটোর: নাটোর মহাসড়কে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে পাবনা-নাটোর মহাসড়কের কাদমচিলান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাবনা সদর থানার রামচন্দ্রপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সুমন আলী (২২), আব্দুল কাদেরের ছেলে সাকিল হোসেন (২৩), নুরুল হক বাবুর ছেলে মিজানুর রহমান মৃদুল (১৮), ওয়ারেছ আলীর ছেলে ইমরান হোসেন (১৮) ও দিপচর গ্রামের আল-আমিনের ছেলে হাফিজুল ইসলাম (১৬)।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (২২ অক্টোবর) রাতে একটি অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/পিসি