ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধুনটে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, অক্টোবর ২৩, ২০১৬
ধুনটে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও খেলার সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

 

রোববার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সারুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এগুলো বিতরণ করেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুলফিকার আলী মাস্টার।

সভায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিএনপি নেতা হাফিজুর রহমান, ইউপি সচিব আব্দুল মতিন, ইউপি সদস্য নজরুল ইসলাম, চায়না খাতুন, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ।

এছাড়া একই দিন কালেরপাড়া ইউনিয়নের এক ও তিন নম্বর ওয়ার্ডের ১৩৪ পরিবারের মধ্যে এলজিএসপি’র অর্থায়নে রিং পাইপ ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন- কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, ইউপি সদস্য সরোয়ার মাহমুদ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, জবা খাতুন, সমাজসেবক তারিকুল ইসলাম তারিক, আতিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।