ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, অক্টোবর ২৩, ২০১৬
বরিশালে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে অটোরিকশা চালক জালাল (২৮) হত্যাকাণ্ডের এক মাস পর ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২২ অক্টোবর) পর্যন্ত বরিশাল ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পরে রোববার (২৩ অক্টোবর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান বিষয়টি জানান।

আটকরা হলেন- আল আমিন, সবুজ হাওলাদার, সোলাইমান, আল ইমরান মিসেল, জেমিন ও রাব্বি।

মো. গোলাম রউফ খান জানান, ১৯ সেপ্টেম্বর ভোরে ঝালকাঠি থেকে বরিশাল আসার জন্য একটি অটোরিকশা ভাড়া করে আসামিরা। তারা রূপাতলী এলাকায় পৌঁছালে অটোরিকশা চালক জালাল খানকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই দুলাল খান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।

এরপর থানার উপ পরিদর্শক (এসআই) জামান বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমএস/এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।