ময়মনসিংহ: ময়মনসিংহে বিশেষ অভিযানে আটক চার মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির টাউন ইন্সপেক্টর (টিএসআই) ফারুক হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ অক্টোবর (শনিবার) দুপুরে নগরীর একাডেমি রোডের শামসুদ্দিনের গলির ভেতর থেকে তাইজুদ্দিন (৩০), তারেক (৩৪), আশরাফ (২২) ও আলমগীরকে (২৫) আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩৬ পুরিয়া হিরোইন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এমএএএম/জিপি/আইএ