ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে সাড়ে ৪ মণ ইলিশ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, অক্টোবর ২৩, ২০১৬
ফরিদপুরে সাড়ে ৪ মণ ইলিশ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরে অভিযান চালিয়ে সাড়ে ৪ মণ ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ অক্টোবর) ভোরে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়ার আবজাল মণ্ডলের হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ। এ সময় তার সঙ্গে ছিলেন ফরিদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নওশের আলী।

সূত্র জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চরমাধবদিয়ার আবজাল মণ্ডলের হাটে অভিযান চালানো হয়। এ সময় বিক্রি করার জন্য রাখা সাড়ে ৪ মণ ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই মাছ বিক্রেতারা। জব্দকৃত মাছের মধ্যে এক মণ ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দেওয়া হয়েছে। বাকি সাড়ে ৩ মণ ইলিশ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল সাড়ে ৭টার দিকে অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ বাংলানিউজকে বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নির্দিষ্ট সময়সীমায় যেন কেউ ইলিশ শিকার করতে না পারে, সেজন্য ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অপরাপর সরকারি সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা নিয়ে রাতদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। এ অভিযান তারই অংশ বিশেষ। এ অভিযান আমরা অব্যাহত রাখব।

তিনি বলেন, আমাদের সবার কষ্ট তখনই স্বার্থক হবে। যখন এই অভিযানের সুফল হিসেবে দেশব্যাপী সস্তায় বাজার থেকে ইলিশ কিনতে পারবে মানুষ। আর সেদিন অসহায় দরিদ্র শ্রেণি জেলেদের মুখে হাসি আমাদের নির্মল আনন্দ জোগাবে।

ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬

পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।