বরগুনা: পায়রা নদীর মোহনায় হেউলিবনে ফেলে রাখা অবস্থায় ২৪শ’ মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার (২৩ অক্টোবর) দুপুরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এর আগে শনিবার (২২ অক্টোবর) রাতে স্থানীয় লোকজন জাল ও মাছ উদ্ধার করে মৎস্য অফিসে খবর দেয়।
এ সময় বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলফাজ উদ্দিন শেখ, সাত নম্বর ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিটু, জাতীয় মৎস্যজীবী সমিতির জেলা সভাপতি আ. খালেক উপস্থিত ছিলেন।
বরগুনা জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ড. মো. ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, ২২ অক্টোবর পর্যন্ত ৬৭টি অভিযানে ২.৩৬৮ লাখ মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এজি/পিসি