সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, পূর্ব দেলুয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে মহাসড়কে টহলরত পুলিশ ট্রাকটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে যান।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/পিসি