ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাহজাদপুরে মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, অক্টোবর ২৩, ২০১৬
শাহজাদপুরে মাদক ব্যবসায়ী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আশরাফুল আলম ডলার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে উপজেলার নুকালী উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
রোববার (২৩ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব।

আটক আশরাফুল নুকালী উত্তরপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্পের পুলিশ পরিদর্শক রবীন্দ্রনাথ মণ্ডল বাংলানিউজকে জানান, রাতে নুকালী উত্তরপাড়ায় অভিযান চালানো হয়। এসময় ২১ বোতল ফেনসিডিল, ২৩৪ পিস ইয়াবা, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আশরাফুলকে আটক করা হয়।

এ ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।