ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিংগাইরে বাবা হত্যা মামলায় ছেলে গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, অক্টোবর ২৩, ২০১৬
সিংগাইরে বাবা হত্যা মামলায় ছেলে গ্রেফতার

মানিকগঞ্জ (ঢাকা): মানিকগঞ্জের সিংগাইরে বাবা হত্যা মামলায় ছেলে তমিজ উদ্দিনকে (২৬) পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (২৩ অক্টোবর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

তমিজ উদ্দিন ঢাকার কেরানীগঞ্জের জগন্নাথপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার চান্দহর গ্রামে বাবা হত্যার আসামি তজিম উদ্দিন আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তাজিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ থানায় বাবাকে হত্যার দায়ে একটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সিংগাইর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।