লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর বাতিরঘাট এলাকা থেকে জব্দকৃত ইলিশ ধরার জালে অগ্নিসংযোগ করা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাতিরঘাট এলাকার মেঘনা পাড়ে প্রায় ৫ হাজার মিটার অবৈধজালে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা অভিযান চালিয়ে ওই জাল জব্দ করেন।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হামিদ শাহিন বাংলানিউজকে জানান, জব্দকৃত প্রায় দুই লাখ টাকার জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আরবি/পিসি