কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে মাদক সেবনকে কেন্দ্র করে সোহেল (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া মাঠের কোণা এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।
রোববার (২৩ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সোহেল বরিশালের মুলাদি থানার পশ্চিম রতুরপুর গ্রামের নূর ইসলামের ছেলে। তিনি চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকায় ভাড়া থেকে দর্জির কাজ করতেন।
সোহেলের বন্ধু মো. শহিদুল বাংলানিউজকে জানান, শনিবার রাতে কয়েকজন যুবক সোহেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সবুজ নামে তার এক বন্ধু তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢামেকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান খান বাংলানিউজকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সোহেল মাদকসেবী। গাঁজা সেবনকে কেন্দ্র করে শনিবার বিকেলে সোহেল তার এক বন্ধুকে কেচি দিয়ে আঘাত করে। পরে রাতে তার ওই বন্ধু আরও কয়েকজন বন্ধুকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিন নামে এক যুবককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আরবি/পিসি