আশুলিয়া (সাভার): সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিশ্বের ১০টি দেশের ৫৪ জন প্রতিনিধি।
রোববার (২৩ অক্টোবর) বেলা ১২টা ১৫ মিনিটে প্রতিনিধিরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে তারা জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
দেশগুলো হলো- ভারত, আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, জাপান, নেপাল, রাশিয়া, শ্রীলঙ্কা। পুষ্পস্তবক অর্পণ ও স্বাক্ষর শেষে দুপুর ১টা ২০ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আসা বিদেশি প্রতিনিধি দলগুলো জাতির বীরদের প্রতি শ্রদ্ধা জানান।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
বিএসকে/পিসি