ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আই‌পিইউ সম্মেলনে ডেপু‌টি স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, অক্টোবর ২৩, ২০১৬
আই‌পিইউ সম্মেলনে ডেপু‌টি স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দল

ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৫তম সম্মেলন। এ সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।

‌রোববার (২৩ অক্টোবর) শুরু হওয়া আইপিইউ সম্মেলনে যোগ দিতে শনিবার (২২ অ‌ক্টোবর) রা‌তে ঢাকা ত্যাগ করে প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, রেজওয়ান আহম্মদ তৌফিক, বেগম নাসিমা ফেরদৌসী, রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন, এম এ আউয়াল এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, উপসচিব (আইপিএ) মো. আবু আল হেলাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মোস্তা গাউছুল হক, উপ-পরিচালক (গবেষণা ও শিক্ষা) নাইমুল আজম খান, সিনিয়র সহকারী সচিব (আইপিএ) মো.আলী আশরাফ, বিরোধী দলীয় নেতার পিআরও মো. মামুন হাসান, কমিটি অফিসার বেগম রায়হানা ইয়াসমিন।

এছাড়াও চিফ হুইপের সহকারী একান্ত সচিব মো. আনিছুর রহমান সাচিবিক সহযোগিতা প্রদানের জন্য সহায়ক কর্মকর্তা হিসেবে প্রতিনিধি দলে রয়েছেন।

আইপিইউ বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থা। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭০ এবং সহযোগী সংস্থা ১১টি। স্বাধীনতার পর ১৯৭২ বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী অইপিইউ-এর বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট।

সংসদীয় সংলাপে ও মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান করা, পার্লমেন্টসমূহ এবং পার্লামেন্ট সদস্যদের মধ্যে সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও যোগাযোগ, আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে মতামত প্রকাশ করা, সংসদীয় গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে মানবাধিকার রক্ষণ ও উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করা আইপিইউ-এর অন্যতম উদ্দেশ্য। আইপিইউ জাতিসংঘকে সমর্থন করে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংসদীয় সংস্থার সাথে সম্পর্ক রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে থাকে।

প্রতিবছর আইপিইউ-এর দুটি অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। প্রথম অ্যাসেম্বলি মার্চ/এপ্রিল মাসে কোনো একটি সদস্য দেশ হোস্ট হিসেবে আয়োজন করে থাকে।

দ্বিতীয় অ্যাসেম্বলি অক্টোবর মাসে সাধারণত আইপিইউ-এর সদর দপ্তর জেনেভায় অনুষ্ঠিত হয়। আগামী ১৩৬তম অ্যাসেম্বলি ২০১৭ সালের এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।