কুমিল্লা: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত মোস্তাফিজুর রহমান পাটোয়ারী (৪৫) মারা গেছেন।
শুক্রবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে সৌদি আরবের কাছিম থেকে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেটকারের ধাক্কায় মোস্তাফিজুর গুরুতর আহত হন।
শনিবার (২২ অক্টোবর) দিনগত রাত (বাংলাদেশ সময়) সাড়ে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোস্তাফিজুর চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম চাঁন্দিশকরার মৃত মোকছুদুর রহমান পাটোয়ারীর ছেলে।
নিহতের চাচাতো ভাই সুমন পাটোয়ারী বাংলানিউজকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আরবি/পিসি