ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ধর্ষণ মামলায় কৃষি অধিদফতর কর্মচারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, জানুয়ারি ৩১, ২০১৬
সিলেটে ধর্ষণ মামলায় কৃষি অধিদফতর কর্মচারী গ্রেফতার ছবি: প্রতীকী

সিলেট: চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলায় শামসুল ইসলাম সাজু নামের কৃষি অধিদফতরের এক কর্মচারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর শিবগঞ্জ কার্যালয় থেকে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট কৃষি অধিদফতরের উপ-পরিচালক আবুল হাশেম।



গ্রেফতারকৃত শামসুল ইসলাম সাজু শিবগঞ্জ কৃষি অফিস কোয়ার্টারের (প্লান্ট প্রোটেকশন মোকাদ্দম) কর্মচারী বলে জানান আবুল হাশেম।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে জানান, গোয়াইনঘাট উপজেলার পল্লী গ্রামের ওই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্র জানায়, ডিবি কার্যালয়ে আনার পর সেখানে ভিকটিমের মাধ্যমে শনাক্তের পর মামলায় সাজুকে গ্রেফতার দেখানো হয়েছে।

গত ২৯ ডিসেম্বর গোয়াইনঘাট উপজেলার পল্লী গ্রামের ওই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণ করেন সাজু। সে সময় ওই নারীকে বিবস্ত্র করে ভিডিওচিত্র ধারণ এবং মাথার চুল কেটে দেওয়া হয়।

শনিবার (৩০ জানুয়ারি) মেয়েটিকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গোয়াইনঘাট থানার সালুটিকর ফাঁড়ি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এনইউ/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।