ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

অবৈধ সম্পদ

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, জানুয়ারি ৩১, ২০১৬
সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ঢাকা: এক কোটি ৬০ লাখ টাকা অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের স্ত্রী প্রীতি হায়দারের বিরুদ্ধে আদালতে চার্জশিট  (অভিযোগপত্র) দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে কমিশনের নিয়মিত সভায় এ মামলার চার্জশিটের অনুমোদন দেয় কমিশন।

চার্জশিট অনুমোদনের বিষয়টি কমিশন সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শিগগিরই আদালতে চার্জশিট পেশ করবেন দুদকের তদন্তকারী কর্মকর্তা ও উপপরিচালক ফরিদ আহমেদ পাটওয়ারি।

এর আগে গত বছরের ৮ ফেব্রুয়ারি দুদকের এ কর্মকর্তা রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেছিলেন (মামলা নং ১৩)। মামলায়ও একই পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছিল।

গত বছর সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের বিরুদ্ধেও প্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে চার্জশিট দেয় দুদক।

** সোনালী ব্যাংকের জিএম ননীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।