ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে মাদকবিরোধী সভা ও র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জানুয়ারি ৩১, ২০১৬
মানিকগঞ্জে মাদকবিরোধী সভা ও র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মাদকবিরোধী অভিযান ও প্রচার মাসের সমাপনী দিনে মানিকগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।



পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে অংশ নেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) মজিবর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর), জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক, স্থানীয় প্রতিবেশী নিরাপত্তা ক্লাব, মাদকাশক্তি নিরাময় কেন্দ্র (পথ), সরকারি মহিলা কলেজ, বেগম জরিনা কলেজ, এস কে সরকারি বালিকা বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে দেশের সবাইকে যার যার অবস্থান থেকে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।