ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

শিশু রাতুল হত্যাকারীদের বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, জানুয়ারি ৩১, ২০১৬
শিশু রাতুল হত্যাকারীদের বিচার দাবি ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশু রাতুল হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশন।

রোববার (৩১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।



মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, গত বছরের ৩০মে বরগুনার আমতলী থানার চুনাখালী গ্রামে চার বছরের শিশু রাতুলকে হত্যা করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে রাখা হয়।

বিষয়টি নিয়ে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হলেও আজ পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।

অবিলম্বে শিশু রাতুল হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ সময় সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মিলন হাওলাদার, সদস্য বাহারানে সুলতান বাহার, মঈন উদ্দিন চৌধুরী লিটন,শাহ আলম চুন্নু,ইয়াসমিন আক্তার সীমা প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এইচআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।