ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৬, জানুয়ারি ৩১, ২০১৬
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ফাইল ফটো

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে দ‍ুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।



পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বাংলানিউজকে জানান, স্বাভাবিক সময়ে এই নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করে। এর মধ্যে পাটুরিয়া ঘাটে ৪ ও দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই করে ১২ পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘন কুয়াশার কারণে এসব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। কুয়াশার কেটে কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।