ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

খুলনার প্রবীণ চিকিৎসক হোসনে আরা আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, জানুয়ারি ৩০, ২০১৬
খুলনার প্রবীণ চিকিৎসক হোসনে আরা আর নেই ডা. হোসনে আরা বেগম

বাগেরহাট: খুলনার প্রবীণ চিকিৎসক হোসনে আরা বেগম আর নেই (ইন্না লিল্লাহি.....রাজিউন)।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



ডা. হোসনে আরা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খালাতো ভাই মরহুম বদর উদ্দিন হায়দারের মেয়ে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

অসুস্থতার কারণে চিকিৎসা পেশা ত্যাগ করে ডা. হোসনে আরা বেগম বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পৈতৃক বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, শনিবার রাতে নামাজে জানাজা শেষে খুলনার টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।