ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, জানুয়ারি ৩০, ২০১৬
দৌলতপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে একাধিক ডাকাতি মামলা ও আলোচিত বাচ্চু হত্যা মামলার প্রধান আসামি রুস্তম আলী খানকে(৪৫)গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার(৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দৌলতপুরের মীর হাটাইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।



রুস্তম আলী মীর হাটাইল এলাকার কুদ্দুস আলী খানের ছেলে। বাচ্চু হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, পার্শ্ববতী জেলা টাঙ্গাইল, নাগরপুর ও মির্জাপুরে রুস্তমের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ২০০৫ সালে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের তৎকালীন মেম্বার বাচ্চু মিয়াকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রুস্তম।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।