ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

আইসক্রিম খাওয়া নিয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, জানুয়ারি ৩০, ২০১৬
আইসক্রিম খাওয়া নিয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর সেনপাড়া পর্বতা এলাকায় ১৬ বছরের এক কিশোর বাবা-মার সঙ্গে আইসক্রিম খাওয়া নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছেন। সাদনান সামির নামে ওই কিশোর অষ্টম শ্রেণির ছাত্র।



শনিবার (৩০ জানুয়ারি) সে আত্মহত্যা করেছেন। তার বাবার নাম জিয়াউল হক। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারার বাহেরচর গ্রামে। বর্তমানে বাসা নং-৪১২, কাফরুল সেনপাড়া পর্বতা এলাকায়।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, সাদনান স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে বাবা-মার সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় আইসক্রিম খেতে চায়, পরে কিনে দিলে তখনই রাস্তায় খুলে খেতে চায়। কিন্তু বাবার নিষেধে বাসায় এসে খেতে গিয়ে দেখে আইসক্রিম গলে গেছে। এ ঘটনায় মার সঙ্গে ঝগড়া শুরু করে সাদনান। পরে বাবা বকা দিলে সে রাগ ভেঙে স্বাভাবিক নিয়মেই রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যায়।

তিনি জানান, তবে সকালে তার মা ঘুম ভাঙাতে ওঠান। কিন্তু কেউ দরজা খোলে না। পরে দরজার মধ্য থেকে দেখা যায় ছাদে এক রিংয়ের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলে আছে।

পরে দ্রুত তাকে পাশের হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।