ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

জামালপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, জানুয়ারি ৩০, ২০১৬
জামালপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

জামালপুর: জামালপুরের ইসলামপুরে সীমা (১৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম চর বাবনা ঘোনাপাড়ায় নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



সীমা ইসলামপুর উপজেলার সাপধরি ইউনিয়নের চেঙ্গানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, এক বছর আগে সীমার সঙ্গে চিনাডুলী ইউনিয়নের পশ্চিম চর বাবনা ঘোনাপাড়ার সাইদুজ্জামান ফরাজীর ছেলে সোহেল রানার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাকে চাপ দিয়ে আসছিল স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

শনিবার বিকেলে ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।

এ বিষয়ে ইসলামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।